পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়তে থাকায় দুর্গাপুরের এক মাত্র সরকারি কোভিড হাসপাতাল মলানদিঘির সনাকা হাসপাতালে লেভেল-৪(গুরুতর ভাবে অসুস্থ) রোগীদের জন্য কোন বেড খালি নেই। রবিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার উপস্বাস্থ্য আধিকারিক ডা. কেকা মুখার্জী একথা জানান।
গত কয়েকদিন ধরে দেশ তথা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। পাল্লা দিয়ে দুর্গাপুরেও করোনা গ্রাফ ঊর্দ্ধমুখী। করোনা রোগীর পরিজনেরা করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির জন্য রীতিমতো দৌড়ঝাঁপ করছেন। বহুকষ্টে রোগীর চিকিৎসার ব্যবস্থা করছেন বলে জানা গেছে। পশ্চিম বর্ধমান জেলার উপস্বাস্থ্য আধিকারিক ডা. কেকা মুখার্জীর দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, গত তিন দিনে সনাকা হাসপাতালে ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যদিও খবর সংগ্রহ করা পর্যন্ত দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল গুলিতে করোনা রোগীর মৃত্যুর সংখ্যা বা বেডের পরিস্থিতি সরকারি ভাবে জানা যায় নি। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু বলতে চায় নি সংবাদ মাধ্যমের কাছে। একদিকে দুর্গাপুরের সরকারি কোভিড হাসপাতালে বেড অমিল, অথচ স্বাস্থ্যবিধি শিকেয় তুলে দুর্গাপুর সহ গোটা পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনী প্রচার চলছে সমানে। স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ রাস্তাঘাটে মাস্ক ছাড়াই যথেচ্ছ ঘুরে বেড়াচ্ছে। সচেতনতার চূড়ান্ত অভাবই ভাবাচ্ছে প্রশাসনকে।