বেশ কিছুদিন রোগী সংখ্যা কমই ছিল, এরইমধ্যে মানুষ স্বাস্থ্যবিধি প্রায় শিকেয় তুলে অসতর্ক হয়ে পড়ায় ফের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দেশজুড়ে বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার সারা দেশের রিপোর্ট অনুযায়ী জানা গেছে ২৩ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। একই ভাবে পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে গত কয়েকদিন ধরে একটি একটি করে করোনা রোগী ভর্তির সংখা বৃদ্ধি পেল দুর্গাপুরের মলানদিঘির সনাকা কোভিড হাসপাতালে।

জেলা স্বাস্থ্য দফতরের মহকুমা প্রশাসনকে দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, সনাকা কোভিড হাসপাতালে শুক্রবার সকালে রোগীর সংখ্যা ৯ জন। জানা গেছে, শেষ সর্বনিম্ন রিপোর্ট ছিল চলতি বছরে গত ২৪ ফেব্রুয়ারি সনাকা কোভিড হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ জন। সেই সংখ্যা ৮ মার্চ হয় ৪ জন। এরপর ১১ মার্চ হয় ৮ জন এবং আজ ১২ মার্চ শুক্রবার সকালে স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে ৯ জন। এরমধ্যে গত চব্বিশ ঘণ্টার একজন ভর্তি হয়েছেন। মোট ৯ জন রোগীর মধ্যে লেভেল ৩ হল ৭ জনের এবং লেভেল ৪ হল ২ জনের। এরমধ্যে অক্সিজেন সাপোর্টে রয়েছেন ২ জন রোগী। তবে কোন রোগীর মৃত্যুর খবর নেই। এদিকে করোনা মোকাবিলায় দুর্গাপুরে করোনা টিকাকরণ কর্মসূচি চলছে জোর কদমে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও টানা করোনা টিকাকরণ চলছে। টিকাকরণ কর্মসূচিতে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো।

ফের করোনা গ্রাফ উর্দ্ধমুখী হয়ে পড়ায় আতঙ্কিত হয়ে না পড়ে সকলকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে দুর্গাপুর মহকুমা প্রশাসন। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ প্রসূন কাজী এই বিষয়ে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু সকলকে করোনা মোকাবিলায় সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই স্বাস্থ্য দফতরের দেওয়া স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রত্যেককে মুখে মাস্ক বাধ্যতামূলক ভাবে পরতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। ঘন ঘন হাত ধুতে হবে নতুবা হাত পরিষ্কার রাখতে হাতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।’

Like Us On Facebook