.

মর্গে জায়গা নেই। তাই কোভিড আক্রান্ত রোগীর মৃতদেহ ৪০ ঘন্টা পড়ে‌ কোভিড ওয়ার্ডের বেডে। এই ঘটনায় কোভিড আক্রান্ত অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়ালো। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের মহকুমা হাসপাতালের কোভিড ওয়ার্ডে। শনিবার বিকেল পর্যন্ত কোভিড আক্রান্ত রোগীর মৃতদেহটি বেড থেকে সরানো হয়নি বলে জানা গেছে। এই বিষয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল বলেন, ‘দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গটির নির্মাণ চলছে, সেখানে মৃতদেহ রাখার জায়গা নেই এই মুহূর্তে। তাই বেডেই রাখা হয়েছে। শনিবার রাতে মৃতদেহটি নিয়ে যাওয়া হবে।’ বিষয়েটি জেলা শাসকেও জানানো হয়েছে বলে জানা গেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সূত্রে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য ও স্থানীয় কাউন্সিলর দীপেন মাজি বলেন, ‘বিষয়টি জানতাম না। আমি সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলছি।’

Like Us On Facebook