Photo Collected

সরকারি হাসপাতালের পাশাপাশি এবার করোনা মোকাবিলায় দ্রুত টিকা করণের জন্য দুর্গাপুরের সমস্ত বেসরকারি হাসপাতালে শুক্রবার থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হল। জানা গেছে, যারা করোনা ভ্যাকসিন নেবেন তাঁদের আধার কার্ড এবং ভোটার কার্ড ও সরকারের নির্ধারিত ভ্যাকসিন মূল্য মাথাপিছু ২৫০ টাকা লাগছে। জানা গেছে, প্রাথমিক ভাবে ৪৫ বছর থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত যারা বিভিন্ন অসুখে দীর্ঘদিন ধরে ভুগছেন তাঁদের এবং ৬০ বছরের বেশী বয়সের সকলকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

প্রতিদিন বেসরকারি হাসপাতালগুলিতে ভ্যাকসিনের স্টক থাকা পর্যন্ত টিকা নিতে ইচ্ছুকদের টিকা দেওয়া হবে। স্থানীয় যেকোন বেসরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করলেই করোনা মোকাবিলার ভ্যাকসিন এবার পাওয়া যাবে। তবে সরকারি হাসপাতালে যেমন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তা দেওয়া চলবে বলে জানা গেছে। পশ্চিম বর্ধমান জেলার উপস্বাস্থ্য আধিকারিক ডা. কেকা মুখার্জী বলেন, ‘দুর্গাপুরের সনাকা কোভিড হাসপাতাল, হেল্থ ওয়ার্ল্ড, মিশন হাসপাতাল ও গৌরী দেবী হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে শুক্রবার থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।’ সরকারের এই সিদ্ধান্তে হাসি ফুটেছে শিল্পাঞ্চলের ভুক্তভোগীদের মুখে।

Like Us On Facebook