শনিবার সাত সকালে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের বেনাচিতির নতুন পল্লী এলাকায়। মৃত দম্পতির নাম অসীম পাল (৩০) ও সুপ্রভা পাল (২৫)। অসীম পেশায় গাড়ি চালক ছিলেন। মৃত দম্পতির একটি ৬ বছরের কন্যা সন্তান আছে। এদিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেনাচিতি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়ির রান্নাঘরের ছাদের লোহার রড থেকে আসীম ও সুপ্রভার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার সূত্রে জানা গেছে, পাড়ার কয়েক জনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন ওই দম্পতি। টাকা শোধ দিতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন তাঁরা। বাড়িতেও তাগাদায় আসতেন পাওনাদারেরা। তার জেরেই এই আত্মহত্যা বলে দাবি পরিবারের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই দম্পতির মৃত্যুর পিছনে অন্য কোন কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।