বদ্ধ ঘরে উনুন জ্বালিয়ে শীতের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল এক দম্পতির। গুরুতর অসুস্থ হয়ে পড়েছে মৃত দম্পতির ছেলে। পুলিশ মৃত ও অসুস্থ তিনজনকেই উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ভুঁইয়া পাড়ায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার।
জানা গেছে, সোমবার রাতে ভুঁইয়া পাড়ার বাসিন্দা ছোটু ভুঁইয়া (৫০) তাঁর স্ত্রী প্রমিলা দেবী ও তাঁদের ছেলে বাবলা ভুঁইয়াকে নিয়ে শুতে যাওয়ার সময় বদ্ধ ঘরে উনুন জ্বালিয়ে শুতে যান। মঙ্গলবার বেলা পর্যন্ত ছোটু ভুঁইয়া ও তাঁর পরিবারের সদস্যরা ঘুম থেকে না ওঠায় পড়শীদের সন্দেহ হয়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে ছোটু ভুঁইয়া ও তার স্ত্রীকে মৃত অবস্থায় এবং বাবলা ভুঁইয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে।
পুলিশের অনুমান বদ্ধ ঘরে উনুন জ্বালানোর ফলে ঘরে অক্সিজেনের অভাবে তিনজনই অসুস্থ হয়ে পড়ে। এবং ছোটু ভুঁইয়া ও তার স্ত্রী প্রমিলাদেবী দমবন্ধ হয়ে মারা যান। এবং তাঁদের ছেলে বাবলা অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ে। পুলিশ বাবলা ভুঁইয়াকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করেছে চিকিৎসার জন্য। এই ঘটনায় এলাকায় মঙ্গলবার শোকের ছায়া নেমে আসে।