দুর্গাপুর রেলগেট সংলগ্ন রেল লাইনে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় শনিবার। মৃত ব্যক্তির নাম সুভাষ পাঁজা (৭০)। স্থানীয় মানুষ জানান, মৃত ব্যক্তি দুর্গাপুর পুরসভার ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার শ্বশুরমশাই।
দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বর্ধমান-পুরুলিয়া লোকাল ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। রেল পুলিশের দাবি এটি আত্মহত্যার ঘটনা। এই খবর চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির পরিবারের সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সুভাষবাবু। সম্ভবত মানসিক অবসাদের ফলেই সুভাষবাবু আত্মহত্যার পথ বেছে নেন। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বলে জানা গেছে। রেল পুলিশ সুভাষ পাঁজার মৃত্যু আত্মহত্যা বলে দাবি করলেও পুলিশ পৃথক ভাবে ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।