সারা দেশের সাথে দুর্গাপুরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই কেন্দ্র ও রাজ্য সরকার ব্যাপক ভাবে কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা করেছে। এই পরীক্ষার মাধ্যমে করোনা আক্রান্তদের দ্রুত চিহ্নিত করে চিকিৎসা এবং আইসোলেশনের মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে সরকার উদ্যোগী হয়েছে।
আজ, বুধবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার নতুনডাঙা কমিউনিটি হলে গোগলা পঞ্চায়েতের উদ্যোগে বিনামূল্যে স্থানীয়দের করোনা পরীক্ষার আয়োজন করা হয়। এদিন গোগলা অঞ্চলের সমস্ত আইসিডিএস কর্মীদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের সম্পূর্ণ বিনামূল্যে কোভি-১৯ পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহ করা হয়। চলতি মাসের ২২ তারিখ আবার এই পরীক্ষার আয়োজন হবে বলে জানান, চিকিৎসকরা।
Like Us On Facebook