.
রেশন দোকান খুলতেই বুধবার সেই চেনা দৃশ্য দেখা গেল দুর্গাপুরের প্রায় সব রেশন দোকানের সামনে। সামাজিক দূরত্বের বিধি নিষেধ অমান্য করেই ক্রেতাদের হুড়োহুড়ি চলল দুর্গাপুরের প্রায় সব রেশন দোকানের সামনে। অথচ সরকারের নির্দেশ অনুযায়ী এমনটা হবার কথা নয়। প্রতিদিন নিয়ম করেই রেশন দোকান খোলা থাকবে এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়ার রাজ্য সরকারের নির্দেশ রয়েছে। করোনার জেরে লকডাউনের সময় বুধবার সেইসব নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রেশন লাইনে হুড়োহুড়ি করেই ক্রেতারা কার্যত রেশন সংগ্রহ করলেন। রেশন দোকানগুলির সামনে সমানে মাইকিং করেও কোন ফল হল না। সোশ্যাল ডিসট্যান্সিং রইল কাগজে কলমে। অনেকে যখন রেশন নিতে হুড়োহুড়ি করলেন তখন অনেক সচেতন মানুষই এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে বাড়িও ফিরে গেলেন রেশন না নিয়েই।
Like Us On Facebook