মার্চ মাসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় অস্থায়ী বাস চালক হিসেবে ৮৯ জনকে কাজে নেওয়া হয়েছিল। বেসরকারি বাসের কাজ ছেড়ে দিয়ে নিশ্চিন্তে সরকারি কাজ করার আশা নিয়ে কাজে যোগ দিয়েছিলেন এই ৮৯ জন বাস চালক। অভিযোগ, কোনোরকম নোটিস ছাড়াই হঠাৎ করে সেপ্টেম্বর মাসে কাজ থেকে বসিয়ে দেওয়া হয় ওই ৮৯ জন বাস চালককে। আটকে দেওয়া হয় গত সেপ্টেম্বর মাসের বেতনও। বারবার আবেদন নিবেদন করার পরও কাজ ফিরে না পেয়ে মঙ্গলবার দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার প্রশাসনিক কার্যালয়ের ভিতর এমডি অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন কাজ হারানো অস্থায়ী বাস চালকরা।

কাজ হারানো এই অস্থায়ী বাস চালকরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সদস্য। রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ফ্লেক্স নিয়ে এই আন্দোলনে সামিল কাজ হারানো বাস চালকরা। অভিযোগ, বকেয়া সেপ্টেম্বর মাসের বেতন তাঁরা পাননি, উল্টে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।। এই কাজ হারানো অস্থায়ী বাস চালকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাঁদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, এমনকি এই খবরে আতঙ্কিত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এক কাজ হারানো বাস চালক। এইভাবে চলতে থাকলে হয় তাঁরা পরিবার পরিজন নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অফিসের সামনে বসে পড়বেন নচেৎ আত্মহত্যা করবেন। যদিও এই ব্যাপারে কোনোরকম কথা বলতে রাজি হয়নি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার মানেজিং ডাইরেক্টর কিরণ কুমার গোদালা। তবে ফোনে তিনি জানান, বিষয়টি পরিবহণ মন্ত্রকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

Like Us On Facebook