করোনা ঠেকাতে দেশে লকডাউন চলছে। এরমধ্যে দুর্গাপুর পুরসভার বিভিন্ন এলাকায় আটকে পড়া মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার রাজমিস্ত্রীদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিলেন দুর্গাপুর পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে রাজমিস্ত্রীদের এনে চারটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে করে দুর্গাপর থেকে তাঁদের নিজ নিজ জেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

জানা গেছে, করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা হতেই বাস না চলায় ভিনজেলার এইসব রাজমিস্ত্রীরা বাড়ি ফিরতে না পেরে চরম দুর্ভোগে পড়েন। এই খবর পেয়ে বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে রাজমিস্ত্রীদের বাড়ি ফেরানো নিশ্চিত করেন। এরপরেই রাজমিস্ত্রীদের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চারটি বাসে করে শুক্রবার তাঁদের বাড়ি পাঠান বরো চেয়ারম্যান।

Like Us On Facebook