দুর্গাপুর যাওয়ার সুবিধায় সহজ রাস্তা তৈরির জন্য এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে শুক্রবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁঝড়া আদিবাসী পাড়া থেকে ঝাঁঝড়া গ্রাম পর্যন্ত ২.৪ কিমি এবং হেতেডোবা থেকে ইছাপুর গ্রাম পর্যন্ত ২ কিমি পাকা রাস্তার শিলান্যাস হল।
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহ রায় এই রাস্তাটির নির্মাণ কাজের সূচনা করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ব্লকের সভাপতি সুজিত মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি চুমকি মুখার্জি ও ফরিদপুর থানার ওসি অনির্বাণ বসু। বিডিও শুভ সিংহ রায় বলেন, এলাকার মানুষের দাবি মেনে দুর্গাপুর যাওয়ার সুবিধার্থে এই রাস্তা তৈরির সূচনা করা হল আজ। প্রায় ২ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি জেলা পরিষদের তত্বাবধানে নির্মাণ করা হবে।