.

স্থানীয় মানুষের দাবিকে শীলমোহর দিয়ে ২৮ নং ওয়ার্ডে লোকসভা নির্বাচনের পর ফের উন্নয়নের কাজ শুরু করলেন স্থানীয় কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী। অঙ্কিতা চৌধুরী মঙ্গলবার স্থানীয় সগড়ভাঙার গীতাঞ্জলি পার্ক এলাকায় ৫০০ মিটার দীর্ঘ একটি ঢালাই রাস্তার নির্মাণ কাজ শুরু করেন। পূজা অর্চনা ও নারকেল ফাটিয়ে নতুন রাস্তার সূচনা করেন অঙ্কিতা চৌধুরী। রাস্তা তৈরির সূচনা অনুষ্ঠানে স্থানীয় মানুষও সামিল হন এদিন। জানা গেছে, এই রাস্তা নির্মাণে প্রায় ১৭ লক্ষ টাকা খরচ করা হচ্ছে।

Like Us On Facebook