দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন এলাকায় কাঁচা রাস্তা পাকা করার কর্মসূচি এবার বাস্তবে রূপ পেতে চলেছে। দুর্গাপুরের ১৪নং ওয়ার্ডের নতুন পল্লীর জি-ব্লক ও ভিড়িঙ্গী স্কুল পাড়ায় ৭০ মিটার করে কাঁচা রাস্তা কংক্রিটের তৈরি হতে চলেছে। সোমবার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর তথা নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি নারকেল ফাটিয়ে রাস্তা তৈরির শুভ সূচনা করেন। এলাকার ভুক্তভোগী মানুষ কাঁচা রাস্তা পাকা হওয়ার খবরে খুশির কথা জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতা কৌশিক তেওয়ারি ও রাজু সিং।
Like Us On Facebook