.

শনিবার ফের দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডে আটকে পড়া মুর্শিদাবাদের রাজমিস্ত্রীদের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে বাড়ি পাঠানো হল। ১৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের বাড়ি পাঠানো হল। শুক্রবার দুর্গাপুরের ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায় দুর্গাপুরের বিভিন্ন এলাকায় আটকে পড়া মুর্শিদাবাদ, মালদহের রাজমিস্ত্রীদের বাড়ি পাঠানো হয়। লকডাউন ঘোষণা হতেই এইসব রাজমিস্ত্রীরা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আটকে পড়েন এবং বাড়ি ফিরতে পারেন নি। চরম দুর্ভোগে ছিলেন রাজমিস্ত্রীরা। এই খবর জানতে পেরেই প্রথম ধাপে ২৫০ জনকে ৪ টি সরকারি বাসে এবং শনিবার ফের ৬০জনকে সরকারি বাসে বাড়ি পাঠানো হল। শনিবার দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে বাস রাজমিস্ত্রীদের নিয়ে রওনা দেয় মুর্শিদাবাদের উদ্দেশ্যে।

Like Us On Facebook