তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই দুর্গাপুর পৌর নির্বাচনে দুর্গাপুর শিল্পাঞ্চল কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তি দলীয় নেতাদের পাশে বসিয়ে দুর্গাপুরের প্রান্তিকা দলীয় কার্যালয়ে প্রাথমিক পর্বের প্রার্থী তালিকা প্রকাশের করেন। এদিনের প্রার্থী তালিকায় আটজন কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে দুর্গাপুর শিল্পাঞ্চল কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তি বামদের ঘোষিত পথ অনুসরণ করে সরাসরি বামফ্রন্টের সঙ্গে পৌর নির্বাচনে জোট বা নির্বাচন সমঝোতার দাবি না করলেও শাসকদল তৃণমূল কংগ্রেস ও সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে যে সব জায়গায় কংগ্রেস প্রার্থী নেই সে সব এলাকয় দলীয় কর্মীরা ধর্মনিরপেক্ষ দলকে জয়ের জন্য ভোট দেবেন বলে ঘোষণা করেন এদিন। ওয়াকিবহালমহল মনে করছে বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব না ঘোষণা করলেও কংগ্রেস ও বাম ফ্রন্টের স্থানীয় নেতৃত্ব গোপন বোঝাপড়ার ফলই হল কাকতালীয়ভাবে কংগ্রেসের মঙ্গলবার বামেরদের অঘোষিত ১১ আসনের মধ্যে ৬টি আসনে প্রার্থী তালিকা প্রাথমিক ভাবে প্রকাশ করল। বাকি ৫ এর রহস্য জিইয়ে রাখল বাম ও কংগ্রেস দুই দলই।

Like Us On Facebook