নিয়ম নীতি মেনে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না – এই অভিযোগে উত্তেজিত গ্রহীতারা বন্ধ করে দিল ভ্যাকসিন দেওয়ার কাজ। শুক্রবার সকালে দুর্গাপুর নগর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডের সগরভাঙ্গা ৫ নম্বর স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনায় উত্তেজিত গ্রহীতারা দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীদের অফিস আটক করে রাখেন। গ্রহীতাদের অভিযোগ, কেউ রাত আবার কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি। ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। আর এখানে কাউন্সিলর নিজের মতো করে স্বাক্ষর করে লোক পাঠিয়ে দিচ্ছে, তাঁরাই পাবে ভ্যাকসিন। এটা মানা যাবে না। শুক্রবার সকালে এই ঘটনার জেরে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু উত্তেজিত গ্রহীতারা উল্টে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন। যতক্ষণ না তাঁরা ভ্যাকসিন পাবেন ততক্ষণ তাঁরা গেটের সামনে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ দেখাবেন বলে সাফ জানিয়ে দেন।
অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে গ্রহীতাদের উপর দোষ চাপিয়ে দেন স্থানীয় কাউন্সিলার তথা বরো চেয়ারম্যান সুনীল চ্যাটার্জী। তিনি বলেন, শুক্রবার সকালে হকারদের জন্য প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করে স্বাস্থ্যকর্মীরা, কিন্তু শুরুতেই বাধে বিপত্তি। ২ দিন পর থেকে সাধারণ মানুষকে দেওয়া হবে৷ গ্রহীতাদের অভিযোগ, রাত থেকে তাঁরা লাইনে দাঁড়িয়ে আছেন, কেন তাঁদের বাদ দিয়ে হকারদের দেওয়া হবে। আর তাই যদি হয়, তাহলে এই নোটিস আগে টাঙানো হল না কেন? বরো চেয়ারম্যান সুনীল চ্যাটার্জী নিজের প্যাডে স্বাক্ষর করে লোক পাঠিয়ে দিচ্ছে এটা কোন আইনে পড়ে?