স্কুল ফি নিয়ে ধুন্ধুমার কান্ড ঘটলো দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। শুক্রবার সকালে পড়ুয়াদের মার্কশিট নিতে এসেছিলেন অভিভাবকেরা। কিন্তু স্কুল কতৃপক্ষ বেশ কিছু অভিভাবককে মার্কশিট দেয়নি বলে অভিযোগ। যাদের স্কুলে ফি দেওয়া আছে কেবল মাত্র তাঁদেরই মার্কশিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। এরই প্রতিবাদে অভিভাবকরা স্কুলের গেটে তালা দিয়ে দেন। অভিভাবকদের সঙ্গে রীতিমত বচসায় জড়িয়ে পড়েন শিক্ষিকারা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। অভিভাবকদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ মত তাঁরা নির্দিষ্ট টাকা জমা করলেও স্কুল কতৃপক্ষ বেশী টাকা দাবি করছে। অন্যদিকে, স্কুল কতৃপক্ষ বেশী টাকা আদায়ের দাবি অস্বীকার করে জানায়, হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্দিষ্ট পরিমাণ টাকাই নেওয়া হচ্ছে।

স্কুল কতৃপক্ষ এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অভিভাবক ফোরামের বিরূদ্ধে শিক্ষিকাদের উদ্দেশ্যে অশ্লীল শব্দ প্রয়োগ এবং মারধরের অভিযোগ করেন। মারধরের ঘটনায় এক শিক্ষিকা সামান্য আঘাত পান বলে দাবি শিক্ষিকাদের। যদিও অভিভাবক ফোরাম গোটা বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন।

স্কুলের প্রিন্সিপাল সুতপা আচার্য বলেন, ‘আমরা হাইকোর্টের নির্দেশ মেনেই ফি সংগ্রহ করছি অভিভাবকের কাছে থেকে। কয়েকজন অভিভাবক পরিকল্পিতভাবে স্কুলে সমস্যা সৃষ্টি করছেন। আমরা কেবলমাত্র অভিভাবকের কথা শুনবো। ফোরামের কথা শুনবো না। তাতে ওনারা রাজি নন। তাই অশ্লীল শব্দ প্রয়োগ করছেন আমাদের উদ্দেশ্যে। আর কোনরকম আলোচনায় যাব না আমরা। এবার কোর্ট যা বলবে তাই করবো।’

Like Us On Facebook