ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে রবিবার রাতে ফের অশান্ত হল দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মেনগট চত্ত্বর। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের মেন গেটের ওয়ারিয়া ফাঁড়ির সামনে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ওয়ারিয়া ফাঁড়িতে একটি স্মারকলিপি জমা দিতে যাওয়ার সময় আচমকা তাঁদের উপর দুষ্কৃতিরা হামলা চালায় বলে অভিযোগ। বাঁশ, লাঠি নিয়ে মেনগেট এলাকায় একদল দুষ্কৃতি ২ টি চারচাকায় ভাঙচুর চালায় এবং বেশ কয়েকজন আহত হয় বলে অভিযোগ। দুর্গাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। নামানো হয় কমব্যাট ফোর্স ও মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
Like Us On Facebook