বেপরোয়া মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল এক ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম মানিক চন্দ্র দাস (৫৫), রঘুনাথপুরের বাসিন্দা। তিনি পেশায় ডেকরেটর ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে দুর্গাপুরের স্টিল টাউনশিপ বি-জোনের রাজেন্দ্র প্রসাদ রোডে। ঘটনার জেরে উত্তেজিত জনতা মিনিবাসে অগ্নি সংযোগের চেষ্টা করে এবং ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থা সামাল দেয়। জানা গেছে প্রান্তিকা-দুর্গাপুর গামী ৮বি রুটের একটি মিনিবাস রাজেন্দ্র প্রসাদ রোড ধরে বেপরোয়া ভাবে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা মানিকবাবুর বাইকে সজোরে ধাক্কা মারলে মানিকবাবু রাস্তায় ছিটকে পড়েন। অবস্থা বেগতিক বুঝে গাড়ীর চালক, খালাসি ও কন্ডাক্টর বাস থামিয়ে পালিয়ে যায়। এদিকে রাস্তায় ছিটকে পড়া রক্তাক্ত বাইক আরোহীকে ছটফট করা দেখে মিনি বাসের যাত্রীরা পুলিশে খবর দিয়ে মিনিবাসে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। পুলিশ অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে এবং রক্তাক্ত ব্যাক্তিকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত কারখানা মেন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক মিনিবাসটিকে আটক করেছে। বেপরোয়া মিনিবাস চালানোর জন্য ব্যস্ততম রাস্তা ৮বি রুটে এর আগেও বেশ কয়েক বার যাত্রী বোঝাই করে দুর্ঘটনার কবলে পড়ে ৮বি রুটের বিভিন্ন মিনিবাস। দুর্গাপুর মহকুমা প্রশাসন সেই সময় সতর্ক করে মিনিবাস মালিক ও চালকদের। সোমবার ফের একটি বেপরোয়া মিনিবাস আর একটি প্রাণ ছিনিয়ে নেওয়ায় এবার মিনিবাস চালকদের বেপরোয়া মনোভাবই সামনে এল। দুর্গাপুরের সর্বস্তরের মানুষ এবার বেপরোয়া মিনিবাস ও বিভিন্ন গাড়ির চালকদের উচিত শিক্ষা দিতে প্রশাসনকে কড়া মনোভাব দেখানোর দাবি তুলছেন।