অবৈধ কয়লা পাচার রুখতে বড় সড় অভিযান করল ইসিএলের শিল্প নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সাত সকালে পান্ডবেশ্বরের ৬০ নম্বর জাতীয় সড়কে শিল্প নিরাপত্তা বাহিনীর এক বিশেষ টিম অভিযান চালিয়ে সাইকেলে করে পাচার হওয়া বস্তাবন্দি কয়েক টন কয়লা আটক করে। সাইকেলগুলিও বাজেয়াপ্ত করেছে শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জানা গেছে, সাইকেলে করে বস্তাবন্দি কয়লা অজয় নদ পেরিয়ে বীরভূমের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল কয়লা পাচারকারীরা। ইসিএল বা সিআইএসএফ এই বিষয়ে মুখ না খুললেও স্থানীয় বাসিন্দারা এই অভিযান নিয়ে খুশি বলে জানায়। উল্লেখ্য, বিভিন্ন যানবাহনে করে কয়লা পাচার বেড়ে যাওয়ায় এলাকায় দুর্ঘটনা ঘটছে। বার বার ইসিএল কর্তৃপক্ষকে বললেও ইসিএল কর্তৃপক্ষ আগে কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। সিআইএসএফের এই অভিযানে এলাকার সকলেই খুশির কথা জানায়।
অন্যদিকে বুধবার কয়লা চোরেদের হাতে আক্রান্ত হন আসানসোল রেল ডিভিশনের চার আরপিএফ জওয়ান। তাঁদের লক্ষ্য করে কয়লা পাচারকারীরা পাথর ছোঁড়ে বলে অভিযোগ। পাশাপাশি কয়লা চোরেরা আসানসোল স্টেশনের গুডসশেডে কর্মরত ওই আরপিএফ জওয়ানদের বন্দুক ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ।
জানা গেছে, বুধবার দুপুরে আসানসোলের রেল গুডসশেড দিয়ে যাচ্ছিল একটি কয়লা বোঝাই ওয়াগন। হঠাৎ লাল সঙ্কেত পেয়ে মালগাড়িটি দাঁড়িয়ে যায়। তখন স্থানীয় কিছু যুবক মালগাড়ি থেকে কয়লা চুরির চেষ্টা করলে আরপিএফ কর্মীরা তাদের তাড়া করেন। ফলে ওই কয়লা চোরেরা তখন পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই আরও কিছু যুবক এসে আরপিএফ ক্যাম্পে পাথর ছুঁড়তে থাকলে চার আরপিএফ কর্মী আহত হন। তখন ওই যুবকরা আরপিএফ কর্মীদের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। ইতিমধ্যে খবর পেয়ে আরপিএফ-এর বিশাল বাহিনী ঘটনাস্থলে এলে কয়লা চোরেরা পালিয়ে যায়। শিল্পাঞ্চলজুড়ে কয়লা চোরেদের দৌরাত্ম্য বাড়ায় আরপিএফ এবং শিল্প নিরাপত্তা বাহিনী চিন্তিত।