সিএনজি বহনকারী ট্রাকের এক ট্রাক চালককে কর্তৃপক্ষ বরখাস্ত করায় প্রতিবাদে সিএনজি বহনকারী ট্রাক চালকরা ফের ধর্মঘটে যাওয়ার ফলে মঙ্গলবার থেকে পুনরায় বন্ধ হতে চলেছে শহরের সিএনজি অটো পরিষেবা।ফের দুর্ভোগে পড়তে চলেছেন দুর্গাপুরের অটো যাত্রীরা। সিএনজি পাম্পে গ্যাসের অভাবে চারদিন বন্ধ ছিল দুর্গাপুরে অটো পরিষেবা। চরম দুর্ভোগে পড়েন শহরের যাত্রীরা।
রবিবার সিএনজি গ্যাস সরবরাহকারী সংস্থা গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে আইএনটিটিইউসি নেতৃত্বের ইতিবাচক আলোচনার হবার পর সিএনজি সিলিন্ডার বহনকারী ট্রাক চালকরা ফের কাজে যোগ দেওয়ার ফলে দুর্গাপুরে সিএনজি গ্যাস সরবরাহ শুরু হতেই সচল হয় সিএনজি অটো পরিষেবা। কিন্তু আন্দোলনের মুখ এক ট্রাক চালককে কর্তৃপক্ষ সোমবার হঠাৎ করে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার ফলে ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যায় সিএনজি সিলিন্ডার বহনকারী ট্রাক চালকরা। ফলে ফের মঙ্গলবার থেকে দুর্গাপুরে সিএনজি গ্যাসের অভাবে শহরের সিএনজি অটো পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় অটো চালকরা।
আইএনটিটিইউসির সিএনজি অটো ইউনিয়নের সম্পাদক প্রদীপ বিশ্বাস বলেন, ‘সিএনজি সিলিন্ডার বহনকারী ট্রাক চালকরা ফের ধর্মঘটে যাওয়ার ফলে দুর্গাপুরে সিএনজি গ্যাস অমিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার থেকে বের শহরে সিএনজি অটো পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অটো চালক ও যাত্রীরা ফের দুর্ভোগে পড়বেন। অথচ সব দেখেও প্রশাসন যে কেন চুপ তা আমরা বুঝে উঠতে পারছি না।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?