গত ২৭ জুন থেকে দুর্গাপুরে সিএনজি সরবরাহ বন্ধ। ফলে সিএনজি অটো পরিষেবাও সম্পূর্ণ বন্ধ। আসানসোলে সিএনজি গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও দুর্গাপুরে সরবরাহ বন্ধ। তাই পথ অবরোধ করে সোমবার অটো চালকরা অবিলম্বে সিএনজি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানালেন। গ্যাস না মেলায় দুর্গাপুরে ১৯ দিন সিএনজি অটো চলাচল বন্ধ, ফলে মুখ থুবড়ে পড়েছে সিএনজি অটো পরিষেবা।

সোমবার গ্যাস সরবরাহকারী সংস্থার সঙ্গে সিএনজি অটো চালকদের মিটিং ফলপ্রসূ না হওয়ায় হতাশ দুর্গাপুরের অটো চালকরা। তাই এদিন সিটি সেন্টার বাস স্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ দেখান অটো চালকরা। অটো চালকদের অভিযোগ, ২৭ জুন থেকে দুর্গাপুরে সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় অটো পরিষেবা বন্ধ। অথচ আসানসোলে সিএনজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। অটো চালকদের অভিযোগ, একদিকে যাত্রী পরিষেবা ব্যাহত হচ্ছে অন্যদিকে অটো চালকদের সংসার কার্যত অচল হয়ে পড়েছে। বাধ্য হয়ে কিছু অটো চালক আসানসোল থেকে সিএনজি গ্যাস আনতে গিয়ে নানান সমস্যায় পড়ছেন। কিন্তু দুর্গাপুরে পুরসভা, প্রশাসনিক কর্মকর্তা বা সিএনজি গ্যাস সরবরাহকারী সংস্থা সিএনজি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কোন ব্যবস্থা নিচ্ছে না। কার্যত হতাশ হয়েই এবার জঙ্গী আন্দোলনের পথ বেছে নিতে হবে বলে জানান অটো চালকরা। অটো চালকদের দাবি, অবিলম্বে সিএনজি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হোক নতুবা আমরা প্রতিদিন পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করব।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook