কাজোড়ার পরিত্যক্ত খোলামুখ খনিতে রবিবার দুর্গাপুরে অবস্থিত কেন্দ্রীয় গবেষণা সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)-এর বিজ্ঞানীরা স্বয়ংক্রিয় ডুবোযান, অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিক্যাল (AUV-500)-এর কার্যকারিতা পরীক্ষা করলেন।

৩.৭ মিটার লম্বা ও ৪০০ কিলোগ্রাম ওজনের এই স্বয়ংক্রিয় ডুবোযান সমুদ্রের তলদেশে ৫০০ মিটার পর্যন্ত গভীরতায় বিভিন্ন অনুসন্ধান চালাতে সক্ষম বলে দাবি বিজ্ঞানীদের। গভীর জলে বিভিন্ন অনুসন্ধান ও সমুদ্রতলের মানচিত্র তৈরি করতে সক্ষম এই ধরণের ডুবোযান।

সিএমইআরআই-এর ডিরেক্টর ডঃ হরিশ হিরানি বলেন, ‘AUV-500 হল ভারতে তৈরি প্রথম ডুবোযান যেটা সমুদ্রের ৫০০ মিটার গভীরে কাজ করতে সক্ষম। এটা সমুদ্রের অনেক অজানা তথ্য তুলে দেবে গবেষকদের হাতে।’

স্থির জলে সফলভাবে পরীক্ষার পর এটিকে মার্চ মাসে গোয়ার সমুদ্রে নিয়ে গিয়ে এর কার্যকারিতা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।