জাপানি প্রযুক্তিতে উন্নত মানের ড্রোন ও রোবট তৈরির প্রশিক্ষণ নেওয়ার লক্ষ্যে জাপানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ সাক্ষর করলেন সিএমইআরআই-এর ডিরেক্টর হরিশ হিরানি। সম্প্রতি জাপানে গিয়ে সেই দেশের তিনটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ টোকিও, এআইএসটি ও হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রধানদের সঙ্গে মৌ সাক্ষর করলেন সিএমইআরআই-এর ডিরেক্টর হরিশ হিরানি।
কিছুদিন আগে দুর্গাপুরের সিএমইআরআই ক্যাম্পাসে জাপানের তিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানিরা এসে সিএমইআরআই-এর বিজ্ঞানিদের গবেষণা, আবিষ্কার ও রোবোটিক্স ল্যাব দেখে খুশি হয়ে দুই দেশের মধ্যে প্রযুক্তি আদান-প্রদানের জন্য মৌ চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেন। সেই সূত্রেই সিএমইআরআই-এর ডিরেক্টর হরিশ হিরানির এই জাপান যাত্রা। জানা গেছে, এই চুক্তির ফলে ভারতীয় বিজ্ঞানীদের একটি ৭-৮ জনের দল প্রতি বছরই জাপানে গিয়ে ওই দেশের উন্নত প্রযুক্তির রোবোট ও ড্রোন তৈরির ব্যাপারে প্রশিক্ষণ নিতে পারবেন। ফলে দেশে সিএমইআরআই রোবোটিক্স প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে জানা গেছে।