করোনা আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে সামনের সারিতে থাকা চিকৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাহায্যের জন্য দুর্গাপুরের সিএমইআরআই-এর বিজ্ঞানীরা নিয়ে এলেন এক রোবোটিক ডিভাইস, ‘এইচকার্ড’ বা হসপিটাল কেয়ার অ্যাসিস্টিভ রোবোটিক ডিভাইস। এই রোবটের সাহায্যে কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দূরত্ব বজায় রেখে রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে সংক্রমণ এড়াতে পারবেন বলে দাবি সিএমইআরআই-এর বিজ্ঞানীদের।
জানা গেছে, এই রোবোটিক ডিভাইসটিতে অডিও-ভিস্যুয়াল সিস্টেম রয়েছে। যার উপর নির্ভর করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা করোনা আক্রান্ত রোগীর সঙ্গে দূরে থেকেই কথোপকথন চালাতে পারবেন। এছাড়াও ডিভাইসটিতে ৬ টি বিশেষ ধরণের ড্রয়ার রয়েছে। যার মাধ্যমে খাবার, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র রোগীর কাছে পাঠানো যাবে এবং প্রেসক্রিপশন বা ফাইলপত্রও দেওয়া নেওয়া করা যাবে। প্রত্যেকটি ড্রয়ারকে আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে জীবাণু মুক্ত করার ব্যবস্থাও আছে। সর্বাধিক ৫০০ মিটার পর্যন্ত দূরে থাকা কোন নার্সিং বুথ থেকে অপারেটর এই ডিভাইসটি রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন বলে জানা গেছে।
সিএমইআরআই-এর ডিরেক্টর ডা. হরিশ হীরানি বলেন, ‘বর্তমানে করোনা আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই রোবোটিক ডিভাইসের মাধ্যমে রোগীর থেকে দূরত্ব বজায় রেখে চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। ৮০ কেজিরও কম ওজনের এই রোবোটিক ডিভাইসটি তৈরি করতে খরচ পড়েছে পাঁচ লাখ টাকা।’