আসানসোল লোকসভা ও আসানসোল পুরসভায় তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতে মঙ্গলবার আসানসোলে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও আসানসোল লোকসভা আসনে নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহাকে পাশে বসিয়ে আসানসোলবাসীকে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আসানসোল-দুর্গাপুরে এক গুচ্ছ শিল্প সম্ভবনার কথা ঘোষণা করেন। রানীগঞ্জে সেল গ্যাসের বিপুল সম্ভার রয়েছে একথা জানিয়ে আসানসোলে শিল্প বিনিয়োগে প্রচুর চাকরির সম্ভবনার কথা জানান মুখ্যমন্ত্রী এদিন। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার কথাও জানান তিনি।
মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে একহাত নেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতি গুলিকে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে সরকারি চাকরির পরিসংখ্যান তুলে ধরেন। সেই সঙ্গে তিনি রাজ্যের চাকরির পরিসংখ্যানও তুলে ধরেন। এদিন মুখ্যমন্ত্রীর সভায় প্রচুর জনসমাগম হয়। মুখ্যমন্ত্রীর ভাষণের পূর্বেই আসানসোলের নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা আসানসোলবাসীকে তাঁর জয়ের জন্য কৃতজ্ঞতা জানান। মঞ্চে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখতে বেশ কয়েকটি গান গেয়ে শোনান।
আগামীকাল, বুধবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক বৈঠক হবে, তাই জোর তৎপরতা চলছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাকে ঘিরে সিটি সেন্টার চত্ত্বর জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।