দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে গ্রামীণ উন্নয়নে আরও জোর দেওয়ার নির্দেশ দিলেন জেলার প্রশাসনিক কর্তাদের। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক আধিকারিকদের, জেলা পরিষদ ও পঞ্চায়েতের প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য গ্রামীণ সড়ক তৈরির নিদান দেন।

মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার গ্রামীণ সড়ক তৈরির বরাদ্দ বন্ধ করে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিগুলিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন তাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে বরাদ্দের চল্লিশ শতাংশ টাকা দিয়ে রাস্তা তৈরি করতে হবে। গ্রামীণ এলাকায় গিয়ে বিধায়কদের জনসংযোগ বৃদ্ধি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বাংলা আবাস যোজনার টাকা দেওয়া কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে, তাই আপাতত বাংলা আবাস যোজনায় নাম নথিভুক্ত করার কাজ বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, ১০ লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে এই প্রকল্পের আওতায়।

Like Us On Facebook