তিন দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭, ২৮ ও ২৯ জুন দুই বর্ধমানের প্রশাসনিক বৈঠকের পাশাপাশি পূর্ব বর্ধমানের গোদায় একটি প্রশাসনিক সভা ও পশ্চিম বর্ধমানের আসানসোলের পোলো গ্রাউন্ডে একটি রাজনৈতিক সভা করবেন। ২৯ জুন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সৃজনী হলে দুই বর্ধমানের প্রশাসনিক বৈঠক হবে। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।
২৭ জুন বর্ধমান শহরের নবাবহাট মোড় সংলগ্ন গোদায় প্রশাসনিক সভার প্রস্তুতি চলছে জোরকদমে। চলছে মঞ্চ ও মাইক বাধার কাজ। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনসূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী এই সভা থেকে বেশ কয়েকজন কৃষককে কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সহায়তা তুলে দেবেন। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি দলীয় স্তরেও প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সাংগঠনিক শক্তি প্রদর্শনের জন্য প্রায় লক্ষাধিক মানুষের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।