মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক বৈঠক করবেন। পুলিশ ও প্রশাসনের মধ্যে মুখ্যমন্ত্রীর আগমন নিয়ে চরম ব্যস্ততা। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলা হয়েছে সৃজনী থেকে ভগৎ সিং স্টেডিয়ামে সহ গোটা সিটি সেন্টার চত্ত্বর।
জানা গেছে, ভগৎ সিং স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নামবেন। পুলিশ কুকুর থেকে মেটাল ডিটেক্টর নিয়ে ব্যস্ত পুলিশ। এদিকে সোমবারের প্রশাসনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের যেহেতু প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে সেহেতু মুখ্যমন্ত্রীর ভগৎ সিং স্টেডিয়াম থেকে সৃজনী পর্যন্ত রাস্তায় পুলিশের বানানো ব্যারিকেডের বাইরে থেকে দিদিকে অভিবাদন জানাবেন তাঁরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর যাত্রাপথের রাস্তা মেরামতির কাজও শেষ পর্যায়ে। মশা তড়াতে কামান দাগার কাজও চলছে জোরকদমে।