.
জন্মাষ্টমী তিথিতে দুর্গাপুর বিধান নগরের ক্লাব সান্টোসের শারদ উৎসবের খুঁটি পুজো হল রবিবার। ক্লাবের সদস্যরা সকলে মিলে ক্লাবের ঐতিহ্য ধরে রাখতে এদিন খুঁটি পুজোয় অংশ নেন। গতবছর বাঙালি বিয়ের হারিয়ে যাওয়া রীতি ও উপকরণকেই থিম করেছিল স্যান্টোস। বিয়ের টোপর থেকে সিন্দুর কৌটো, কাজললতা সহ বিয়ের নানান উপকরণ ও রীতিকেই থিম করে দেবী দুর্গার আরাধনা করেছিল ক্লাব স্যান্টোস।
Like Us On Facebook