কয়েকদিন আগে স্টিল টাউনশিপ এ-জোনের আকবর রোডে রাতে বচসার জেরে এক দুষ্কৃতী রাহুল সিং নামে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর পেটে গুলি চালায়। ওই দুষ্কৃতীরা স্টিল টাউনশিপের ডেভিড হেয়ারের একটি ক্লাবের সদস্য বলে অভিযোগ। স্থানীয় মানুষ ও ক্লাবের সদস্যদের উশৃঙ্খলতায় অতিষ্ঠ হয়ে স্থানীয় ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন।
মঙ্গলবার অমিতাভ বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে ওই ক্লাবে হানা দেন। ক্লাবের তালা ভেঙে ক্লাবের ভিতরে ঢোকেন। মদের বোতল সহ বিভিন্ন অসামাজিক কাজকর্মের চিত্র দেখে ক্ষোভে ফেটে পড়ে ক্লাবটির গেটে তালা ঝুলিয়ে দেন। অমিতাভবাবু ঘোষণা করেন আমার ওয়ার্ডে কোন অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করবো না আমি। ফের এই ঘটনার পুনরাবৃত্তি হলে পুলিশ দিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অমিতাভবাবু।