নির্বাচন বড় বালাই। ক্লিন সিটির স্লোগানকে সামনে রেখে পুরভোটে জয় হাসিল করতে চায় দুর্গাপুর নগর নিগমের শাসক দল তৃণমূল কংগ্রেস। মানুষের মন পেতে দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলররা এবার ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন। মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের ২০নং ওয়ার্ডের পৌরমাতা অনিন্দিতা মুখার্জীর নেতৃত্বে ২০নং ওয়ার্ডের বুদ্ধ মন্দির থেকে সাফাই অভিযান শুরু হয়। ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ২নং বোরো চেয়ারম্যান নিমাই গড়াই সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরাও অনিন্দিতাদেবীর সঙ্গে এই সাফাই অভিযানে অংশ নেন। এদিন ২০নং ওয়ার্ডে শৌচালয় ব্যবহারকারিদের ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয় বলে জানা গেছে। কয়েকদিন আগেই বেনাচিতিতে ব্যবসায়ীদের নোংরা আর্বজনা ফেলার জন্য ডাস্টবিন ও ঝাঁটা বন্টন করা হয়েছে। এর পরই সাফাই অভিযান। রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন স্বচ্ছ ভারত মিশনের বাংলা সংস্করণ ‘মিশন নির্মল বাংলা’কে সমনে রেখেই ক্লিন সিটির স্লোগান তুলে নগর নিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার করতে চাইছে।
Like Us On Facebook