রবিবার কাঁকসা থানার উদ্যোগে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান চালানো হয়। স্বচ্ছতা এবং সুবজায়ণের লক্ষে এদিন কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ সাফাই করে বৃক্ষরোপণ করা হয়।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার উদ্যোগে সম্প্রতি ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি পালিত হচ্ছে। এদিন কাঁকসা থানার পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে মনীষীদের মূর্তি ধুয়ে মুছে সাফ করেন। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ সাফ করে ১৫টি গাছের চাড়া রোপণ করেন পুলিশ কর্মীরা। কাঁকসা থানার আধিকারিকরা জানান, এলাকা পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কাঁকসা থানার এই বিশেষ উদ্যোগ। এর আগেও থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে। স্বচ্ছতা এবং সুবজায়ণের লক্ষে ভবিষ্যতেও এই ধরণের কর্মসূচি নেওয়া হবে।
Like Us On Facebook