চায়ের দোকানে মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হল দুর্গাপুর। ইটবৃষ্টিতে জখম দুই পক্ষের বেশ কয়েকজন, আহত তিন পুলিশ কর্মীও। শুক্রবার রাতের এই ঘটনায় অগ্নিগর্ভ হল দুর্গাপুর ইস্পাত নগরীর এডিসন সংলগ্ন জেসি বোস বস্তি এলাকা। শুক্রবার রাতে দুই পাড়ার সংঘর্ষে চললো ইটবৃষ্টি। আহত দুই পক্ষের বেশ কয়েকজন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইটের আঘাতে জখম হয়েছেন তিন পুলিশ কর্মী, তাঁদের দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছু যুবক দেদার মদের ব্যবসা করছে, এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে আর ঠিক এই ঘটনার প্রতিবাদ করাতে তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় অসামাজিক কাজের অভিযোগ করতে গেলে বেআইনি মদ ব্যবসায়ী সহ কিছু দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। পুলিশ অসামাজিক কাজে জড়িতদের পক্ষ নেয় বলে অভিযোগ করেন এলাকার মানুষ। যদিও পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এদিন দুই পক্ষের সংঘর্ষের জেরে ইস্পাত নগরীর বি-জোনের এডিসন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে ঘটনাস্থলে। দুই পক্ষের ইটবৃষ্টির সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে নামানো হয় কমব্যাট ফোর্স। নতুন করে অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে দুর্গাপুর থানার অন্তর্গত বি-জোনের জেসি বোস বস্তি এলাকায়।