বিজেপির বিজয় মিছিলে দুষ্কৃতিদের লাঠি, লোহার রড দিয়ে হামলা সহ গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে উতপ্ত হল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহার ধবনী গ্রাম। বুধবার সকালে স্থানীয় বিজেপি কর্মীরা বিজয় মিছিল বের করলে হঠাৎ করে বিজয় মিছিলে ৫০-৬০ জন দুষ্কৃতি প্রথমে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে তারপর কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের অভিযোগ, বিজেপির বিজয় মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশে মিছিল ছত্রভঙ্গ করতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা বিজেপি কর্মীদের নির্মম ভাবে মারধর ও গুলি চালায়।

বিজেপির দাবি, এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন এবং দুই জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে কাজল হাজরা নামে এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই বিজেপির বিজয় মিছিলে হামলা ও গুলি চালনা তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করে বিজেপি নেতা জীতেন চ্যাটার্জি বলেন, ‘আমরাও এর পাল্টা বদলা নেব।’

গুলি চালানোর কথা অস্বীকার করে লাউদোহার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও কর্মাধক্ষ্য সুজিত মুখার্জী বিজেপি কর্মীদের উপর হামলার কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘পুলিশ পারমিশন ছাড়াই বিজেপি কর্মীরা ধবনীতে বিজয় মিছিল বের করে এবং আমাদের উপপ্রধান সঞ্জয় মুখার্জীর উপর হামলা করে বিজেপি কর্মীরা। তাই আমরাও বিজেপি কর্মীদের উপর পাল্টা হামলা করেছি।’ তবে সুজিত মুখার্জি বিজেপি কর্মীদের উপর গুলি চালানোর কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন। এই ঘটনার পর গোটা এলাকা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



জীতেন চ্যাটার্জি, আসানসোল জেলা সেক্রেটারি, বিজেপি

তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুজিত মুখার্জী

Like Us On Facebook