.
শুক্রবার রাতে দুর্গাপুরের আমরাই গ্রামে দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়ার শোভাযাত্রার মধ্য দিয়ে কয়েকজন যুবক বাইক নিয়ে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয়ে যায়। অভিযোগ, শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষজনের উপর বাইক আরোহীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। দু’পক্ষের মারামারিতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা আমরাই এলাকা। গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার রাতে এবং শনিবার সকালে ওই দুষ্কৃতীরা আমরাই গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি ঢুকে তাণ্ডব চালায় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Like Us On Facebook