দুই পাড়ার সংঘর্ষে উত্তপ্ত কাঁকসার ক্যানেলপার এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতভর অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। আক্রান্ত কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সিং ও তাঁর পরিবার সহ মোট ৮ জন গুরুতর আহত। এক ব্যক্তিকে ভর্তি করা হয় পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ফের যাতে অশান্তি না ছড়ায় তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে পুরানো মন্দির সংস্কার করে সেখানে ধুমধাম করে পুজোর পর রবিবার সেখানে খিঁচুড়ি খাওয়ানো হচ্ছিলো সেখানেই আচমকা এলাকারই কিছু যুবক এসে হামলা চালায় এবং প্রধান সহ তাঁর পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সিংয়ের।
অপর দিকে, যাদের বিরুধ্যে প্রধানের অভিযোগ তাঁরা বলেন, ‘প্রধানের বাড়ির সামনে খিঁচুড়ি খেতে যায় তাঁদের পাড়ার এক যুবক তাঁকে মারধর করা হয়। সেই খবর পেয়ে প্রধানের বাড়ির সামনে পাশের পাড়ার যুবকরা পৌঁছলে উল্টে কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধানের লোকজন তাঁদের উপর হামলা চালায়।’ অভিযোগ পাল্টা অভিযোগে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই পক্ষই কাঁকসা থানার দারস্থ হয়েছে। ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে।