পুলিসের বিরুদ্ধে ‘উস্কানিমূলক’ ভাষণ দেওয়ার মামলা বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সদস্য দিলীপ ঘোষের বিরুদ্ধে। মামলায় বিজেপির রাজ্য সভাপতিকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট পেশ করেছে পুলিস। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারির জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করে আদালত।

গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে দিলীপবাবু বলেন, ‘প্রতিদিনই আমাদের বিরুদ্ধে কোথাও না কোথাও মামলা হচ্ছে। পুলিসের লজ্জা হওয়া উচিত। তাঁদের ভালোর জন্য আমি বলেছিলাম। অথচ, আমার বিরুদ্ধে মামলা করল। বিষয়টি আমার জানা নেই। আইনজীবী বিষয়টি দেখবেন। আদালতে জামিন নেব।’

দিলীপ ঘোষের আইনজীবি কমল দত্ত জানিয়েছেন, গত বছরের ৪ নভেম্বর রায়না থানার সেহারা বাজারের সিকে ইনস্টিটিউশন মাঠে বিজেপির সভা ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপবাবু পুলিশেরে বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করছেন বলে জানিয়ে প্রভাত নায়েক নামে এক জনৈক ব্যক্তি রায়না থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪ ও ৫০৫(১) ধারায় মামলা রুজু হয়। তদন্ত সম্পূর্ণ করে এ বছরের ২৮ ফেব্রুয়ারি চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার উত্তাল সামন্ত। বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারির আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

বিজেপির অভিযোগ, পুলিশ তৃণমূলের বি-টিম হিসাবে কাজ করছে। মাননীয়াকে খুশি করতেই পুলিশ এই কাজ করেছে। রাজ্য জুড়েই শাসকদলের নেতারা পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে পুলিশকে বোমা মারার নিদান দেন, কুচলে মারার নিদান দেন তখন পুলিশ নিশ্চুপ থাকে। অথচ বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, পুলিশ পুলিশের কাজ করছে। এবং তা আইন মেনেই করছে। এখানে দলের কোন যোগ নেই।

Like Us On Facebook