মিনিবাসের এক কর্মীকে মারধর করার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে দুর্গাপুর মহকুমা জুড়ে বাস কর্মীরা দোষীর শাস্তি এবং প্রয়োজনীয় নিরাপত্তার দাবিতে মিনিবাস চলাচল বন্ধ করে দিয়ে দুর্গাপুরের প্রান্তিকায় প্রথমে রাস্তা অবরোধ ও পরে ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। মিনিবাস কর্মীদের এবং আহত বাস কর্মী সুশান্ত ঘোষের অভিযোগ, শুক্রবার ভোর বেলায় এ-জোন রুটের রাস্তায় ঘটনার সূত্রপাত। মিনিবাসের কন্ডাক্টর সুশান্ত ঘোষের অভিযোগ, মদ্যপ তিন সিভিক ভলান্টিয়ার শুক্রবার ভোর বেলায় আমার গাড়ির সামনে এসে পড়ায় আমি সাবধানে চলতে বলায় আমাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয়। বিভিন্ন অছিলায় অহেতুক আমার সঙ্গে বচসা শুরু করে দেয়। এবং আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। তার জেরে প্রান্তিকা ফাঁড়ির সামনে শুক্রবার ভোর বেলায় তিন সিভিক ভলান্টিয়ার সুশান্ত ঘোষকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। প্রতিবাদ করতে এসে অন্যান্য বাস কর্মীরাও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের এবং তাদের সহকর্মীদের রোষানলে পড়ে। তাদের বিভিন্ন পুলিশ কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় বলে দুর্গাপুরের মিনিবাস কর্মীদের অভিযোগ।

জানা গেছে, মিনিবাস কর্মী সুশান্ত ঘোষকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন অন্যান্য বাস কর্মীরা। মিনিবাসের এক চালক বলেন, ‘দিন দিন দুর্গাপুরে সিভিক ভলান্টিয়ারদের অত্যাচার বেড়েই চলেছে। রাস্তায়, বাস স্ট্যান্ডে মিনিবাস দাঁড়াতে দিচ্ছে না। বাসের লুকিং গ্লাস ভেঙে দিচ্ছে। মিনিবাসের ছবি তুলে কেস দেওয়ার ভয় দেখাচ্ছে। প্রতিদিন মিনিবাস কর্মীদের উপরে সিভিক ভলান্টিয়াররা চরম অত্যাচার করছে। সীমা অতিক্রম করে গেছে এই সিভিক ভলান্টিয়াররা। এরমধ্যে শুক্রবার ভোর বেলায় এক মিনিবাস কর্মীকে বেধড়ক মারধর করেছে। গুরুতর আহত হয় ওই মিনিবাস কর্মী। তাঁকে মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়েছে।’ মিনিবাস কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ারকে অবিলম্বে বরখাস্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং রাস্তায় অহেতুক মিনিবাস কর্মীদের উপর অত্যাচার করা চলবে না। আমাদের দাবি মানতে হবে, না হলে দুর্গাপুরে আজ থেকে মিনিবাস চলাচল বন্ধ থাকবে।’

এদিন সকাল থেকে মিনিবাস পরিষেবা বন্ধ থাকায় শুক্রবার বিকেলে পুলিশের হস্তক্ষেপে মিনিবাস কর্মীদের সঙ্গে পুলিশের এক বৈঠকে সমাধান সূত্র বের হয়। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মিনিবাস কর্মীরা শনিবার সকাল থেকে বাস চালানোর প্রতিশ্রুতি দেন বলে জানান দুর্গাপুরের মিনিবাস সংগঠনের সংগঠক অলোক চট্টোপাধ্যায়।



Like Us On Facebook