এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। কাঁকসার রেলপার ট্যাঙ্কিতলা এলাকার বাসিন্দা তথা পেশায় সিভিক ভলান্টিয়ার বাবলু শর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তাঁর ঘরের ভিতর থেকে। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকেও। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত বাবলু শর্মা দীর্ঘদিন ধরে কাঁকসা থানার অধীনে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তিনি দুপুরের খাবার খাওয়ার পর নিজের ঘরে ঢুকে টিভি দেখছিলেন। ঘন্টাখানেক পর পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাঁর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। কি কারণে আত্মহত্যা তার সঠিক কারণ খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ।