দুর্গাপুরের স্টিল টাউনশিপের বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে শারিরীক নির্যাতন করার অভিযোগে শেখ আজম নামের এক সিভিক ভলান্টিয়ারকে দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল। শেখ আজম দুর্গাপুর থানার সিভিক ভলান্টিয়ার। ফুলঝোড়ের উপসংশোধনাগারে কর্মরত।

অভিযোগ, শেখ আজম গত রবিবার রাতে স্টিল টাউনশিপ লাগোয়া স্থানীয় কুরুড়িয়া ডাঙ্গালের তৃতীয় শ্রেণির এক ছাত্রকে থানার টেবিল মুছে দিলে ২০০ টাকা দেওয়ার প্রোলোভন দেখিয়ে স্টিল টাউনশিপের একটি বন্ধ হয়ে যাওয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে। পরে শিশুটিকে বাড়িতে ছেড়ে দেওয়ার সময় ভয় দেখালে শিশুটি বাড়িতে সব কথা বলে দেয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে শিশুটির মেডিক্যাল চেক আপ করায়। পরে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শেখ আজমকে গ্রেফতার করে বলে জানা গেছে।

Like Us On Facebook