দুর্গাপুরের ডিটিপিএস কারখানা বাঁচাতে দলমত নির্বিশেষে দুর্গাপুরের ৩৬ ও ৩৭ নং ওয়ার্ডের ছাত্র, যুব, শ্রমজীবী মানুষ এক অরাজনৈতিক মঞ্চ তৈরি করে সোমবার ডিটিপিএস ইন্ডোর স্টেডিয়ামে ডিটিপিএস কারখানা বাঁচাতে সকলে একত্রিত হয়। সকলেই ডিটিপিএস বাঁচাতে শপথ নেন। একের পর এক ইউনিট বন্ধ করে দিয়ে এবার দুর্গাপুরের ডিটিপিএস কারখানাটি সম্পূর্ণ ভাবে কতৃপক্ষ বন্ধ করে দিতে চলেছে বলে শ্রমিকরা জানতে পারেন। এর পরই শ্রমিক ও ডিটিপিএস এলাকার মানুষ ডিটিপিএস কারখানা বাঁচাতে সংঘবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেন।
Like Us On Facebook