সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষে মহত্মা গান্ধীর হত্যা দিবসে দুর্গাপুরের বিধাননগরে সোমবার সিপিএম সহ ১৩ টি বাম গণ-সংগঠনের উদ্যোগে নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়। কলকাতার বুদ্ধিজীবিদের অনেকেই এই নাগরিক কনভেনশনে অংশ নেন। সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়, সংগীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়, আবৃত্তিকার রজত বন্দ্যোপাধ্যায় ছাড়াও জিয়াদ আলি, চঞ্চল চক্রবর্তীরা নাগরিক কনভেনশনে উপস্থিত ছিলেন। তাঁরা বর্তমান সময়ে মহত্মা গান্ধীর আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এদিনের নাগরিক কনভেনশনে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অশোক গঙ্গোপাধ্যায় বর্ধমান ডট কমকে বলেন, “দুর্গাপুরের ৫ সিপিএম কর্মীকে যেভাবে পুলিশ গ্রেফতার করেছে তা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর আঘাত ছাড়া কিছু নয়।