কেউ নর্দমা হাতে করে পরিষ্কার করল। কেউ হাসপাতাল পরিষ্কার রাখতে আগাছা কাটল, আবার কেউ পানের পিক মুছে দিয়ে পুনরায় রঙ লাগিয়ে দিল দেওয়াল গুলিতে। আবার কেউ কেউ নোংরা আবর্জনা তুলে নিয়ে গিয়ে ডিএমসি’র নোংরা পরিবাহি গাড়িতে তুললো। দুর্গাপুর ইস্পাত প্রকল্পে কর্মরত সিআইএসএফ জওয়ানরা শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের চতুর্দিক আগাছা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর সাধের প্রকল্প স্বচ্ছ ভারত মিশন সকলের কাছে তুলে ধরল।
দুর্গাপুর ইউনিটের সিআইএসএফের ডিআইজি উদয়ন বন্দোপাধ্যায়ের নেতৃত্বে সিআইএসএফের আধিকারিক ও মহিলা সহ ৩৪০জন জওয়ান শুক্রবার সকাল থেকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে কোমর বেঁধে নেমে পড়েন। দুর্গাপুর নগর নিগমের সহযোগিতায় দুর্গাপুর ইস্পাত প্রকল্পের শিল্প সুরক্ষা বল কেবল মাত্র দুর্গাপুর মহকুমা হাসপাতালেই নয়, দুর্গাপুরের বিভিন্ন সংস্থায় এই ভাবেই স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন করছে বলে জানান দুর্গাপুর ইস্পাত প্রকল্পের জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার। এদিকে মহকুমা হাসপাতাল মাত্র তিন ঘন্টায় পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁ চকচকে করে দেওয়ায় দুর্গাপুর ইস্পাত প্রকল্পের সিআইএসএফ ইউনিটকে ধন্যবাদ জানান হাসপাতালের সহকারি সুপারিন্টেডেন্ট সুপর্ণা ভট্টাচার্য্য। একই ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতায় সহযোগিতার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন দুর্গাপুর ইস্পাত প্রকল্পের সিআইএসএফের ডিআইজি উদয়ন বন্দোপাধ্যায়।