দুর্গাপুরের আইন শৃঙ্খলা রক্ষায় উত্তেজনা প্রবণ এলাকায় এবার পুলিশ ও কমব্যাট ফোর্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দ্রুত অভিযানে নামবে বিশেষ বাহিনী কাউন্টার ইনসারজেন্সি ফোর্স বা সিআইএফ জওয়ানরা। সেই লক্ষ্যে ৭০ সদস্যের সিআইএফের একটি দল সোমবার দুর্গাপুর থানায় এসে পৌঁছায়। মঙ্গলবার সিআইএফের ৭০ জন জওয়ান দুর্গাপুরের ১২ নং ওয়ার্ডের অন্তর্গত আমরাই গ্রাম এলাকা ও ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত মেনগেট এলাকায় রুট মার্চ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইন শৃঙ্খলা রক্ষায় আশান্ত এলাকায় হিংসা নিয়ন্ত্রণ করতে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সিআইএফকে সেই এলাকায় দ্রুত নামানো হবে। পুলিশ ও কমব্যাট ফোর্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে কাউন্টার ইনসারজেন্সি ফোর্স। লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে দুর্গাপুর জুড়ে বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলির মধ্যে হানাহানি চলছে। বিরোধী দলের সঙ্গে সঙ্গে শাসকদলের কর্মীরাও বিভিন্ন ইস্যুতে থানা ঘেরাও কর্মসূচি পালন করছে। ইতিপূর্বে অশান্ত এলাকায় অভিযানে গিয়ে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরাও গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, এবার থেকে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দ্রুত হিংসা নিয়ন্ত্রণে সিআইএফ-এর দলটিকে দুর্গাপুর থানায় রাখার সিদ্ধান্ত নেয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্মকর্তারা।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?