গোপন সূত্রে খবর পেয়ে ভবানী ভবনের সিআইডির বিশেষ টিম তিন কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ও ড্রাগ সহ দুর্গাপুরের উত্তর পল্লীর একটি ভাড়া বাড়ি থেকে সোমবার গ্রেফতার করল। সিআইডির আধিকারিক সুমিত গাঙ্গুলির নেতৃত্বে বিশেষ টিম সোমবার উত্তর পল্লীর ওই ভাড়া বাড়ি থেকে হাতে নাতে ধরে ফেলে তিন সুপারি কিলারকে।

জানা গেছে, তিন দুষ্কৃতীর মধ্যে একজন জামশেদপুরের বাসিন্দা নাম রবি চৌরাসিয়া। অপর দুই দুষ্কৃতীর নাম হল পাটনার বাসিন্দা অজিত সিং ও ঝাড়খণ্ডের বাসিন্দা জীতেন কুমার। তিনজনেই কুখ্যাত দুষ্কৃতী বলে জানা গেছে। সিআইডি সূত্রে খবর, এদের মধ্যে রবি চৌরাসিয়া গ‍্যাঙের মাথা। কিছু দিন আগে রবি চৌরাসিয়া তার স্ত্রীকে নিয়ে দুর্গাপুরের উত্তর পল্লীর একটি ভাড়া বাড়িতে উঠে। নিজেকে ট্রান্সপোর্ট ব‍্যবসায়ী পরিচয় দিয়ে রবি ভাড়া বাড়িতে বসবাস শুরু করে।

সিআইডি সূত্রে জানা, গেছে রবি আসলে একজন আন্তরাজ‍্য কুখ্যাত অপরাধী। দেশের বিভিন্ন রাজ‍্যে রবির নামে চল্লিশটার বেশি অপরাধের‌ মামলা চলছে। সিআইডি সূত্রে আরও জানা গেছে, রবি মোটা টাকা সুপারি নিয়ে দুর্গাপুরের কোন প্রভাবশালী ব্যক্তিকে খুনের জন্য আসে। ওই ব্যক্তিকে সুযোগ বুঝে খুন করাই তার আসল উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্যে আরও দুই অপরাধী পরে রবির ভাড়া বাড়িতে এসে উঠে। ভবানী ভবনের সিআইডির আধিকারিকরা রীতিমত পরিকল্পনা করেই তিন কুখ্যাত দুষ্কৃতীকে নিজেদের ফাঁদে ফেলে পাকড়াও করেন সোমবার। সিআইডির আধিকারিকরা তিনজনকে গ্রেফতার করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। যে বিশেষ ব‍্যাক্তিত্বকে খুনের জন্য তিন দুষ্কৃতী দুর্গাপুরে ডেরা বাঁধে সিআইডি বা পুলিশ কোন পক্ষই সেই বিষয়ে মুখ খুলতে নারাজ। এই ঘটনায় সোমবার দুর্গাপুরের বেনাচিতি জুড়ে চাঞ্চল্য ছড়ায়।

Like Us On Facebook