চিনা মাঞ্জার বিরুদ্ধে জেলা জুড়ে অভিযানে সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মঙ্গলবার এই অভিযানে মেমারি থানার কৃষ্ণবাজার থেকে শেখ মুস্তাক নামে এক চিনা মাঞ্জা কারবারিকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হল প্রচুর পরিমানের চিনা মাঞ্জা এবং লাটাই। উল্লেখ্য, কলকাতার মা উড়ালপুলের পর বর্ধমানের ২ নং জাতীয় সড়কের উড়ালপুলেও কয়েকদিন আগে চিনা মাঞ্জার সুতোয় দুর্ঘটনা ঘটে। এর পরেই চিনা মাঞ্জার বিরুদ্ধে অভিযান শুরু করে জেলা পুলিশ। এদিন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানিয়েছেন, চিনা মাঞ্জার বিরুদ্ধে অভিযান বেশ কয়েকদিন ধরেই চলছে। গতকাল এই প্রথম মেমারি থেকে একজন চিনা মাঞ্জা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃত মুস্তাককে বর্ধমান আদালতে তোলা হয়েছে।
Like Us On Facebook