সেনাবাহিনীর গোয়েন্দাদের কাছ থেকে খবর পেয়ে বড়সড় নাশকতার ছক বানচাল করল বর্ধমানের গলসি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পশ্চিম বর্ধমানের পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগ গলসি থানাকে জানায়, কলকাতা থেকে এক ব্যক্তি সরকারি বাসে প্রচুর পরিমাণে বোমা নিয়ে আসছে। এই খবর পাওয়ার পরই নড়েচড়ে বসে গলসি থানার পুলিশ। কুলগড়িয়া চটি এলাকায় ২নং জাতীয় সড়কের দুর্গাপুরমুখী রাস্তায় সাব ইন্সপেক্টর মোহন চক্রবর্তীর নেতৃত্বে এএসআই বিশ্বজিত বিশ্বাস, হোমগার্ড চিন্ময় কোনার এবং আরটি অফিসার এএসআই হৃদয় মুখার্জ্জী, কনষ্টেবল রতন সেন এবং এনভিএফ বিপদতারণ পাল গার্ডরেল লাগিয়ে নাকা চেকিং শুরু করে। সন্ধ্যা ৫টা ৩৫ মিনিট নাগাদ সূত্র মারফত পাওয়া নির্দিষ্ট নম্বরের (WB39A/3128) সরকারি এসবিএসি বাসটি আসতেই পুলিশ বাসটিকে দাঁড় করায়।

পুলিশ জানিয়েছে, প্রথমে যাত্রীদের কাছে জানতে চাওয়া হয় তাঁদের কাছে কোন বোমা ভর্তি ব্যাগ আছে কিনা। বাসের যাত্রীরা অস্বীকার করলে পুলিশ বাসের ভিতর ঢুকে তল্লাশি শুরু করে। তখনই মহম্মদ সরফরাজ আনসারী নামে এক যুবকের সিটের নীচে একটি কার্ড বোর্ডের বাক্স দেখতে পান তাঁরা। সরফরাজ আনসারীকে আটক করা হয়। পাশাপাশি অতি সাবধানতার সঙ্গে বাক্সটিকেও পুলিশ উদ্ধার করে। এই সমগ্র ঘটনার সাক্ষী হিসেবে পুলিশ বাসের চালক বদরোজ জামাল এবং কন্ডাক্টর মানস পালকে হাজির রেখেছিল। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের কাছ থেকে সিম সহ একটি মোবাইল ফোন, বাসের টিকিট এবং সাদা ও ছাই রঙের একটি কাপড়ের ব্যাগ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এদিকে পুলিশ জানিয়েছে, ধৃত সরফরাজ আনসারীকে আটক করার পর পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেছে, গতকাল কলকাতার এসপ্ল্যানেড থেকে সরকারি বাসে সে একটি বাক্স নিয়ে পানাগড় আসছিল। ইব্রাহিম খান ওরফে এহসান আলম নামে কলকাতার এন্টালির আঞ্জুমান রোডের বাসিন্দা এক ব্যক্তি তাকে এই বাক্স বাসে তুলে দিয়ে পানাগড়ে নামানোর জন্য জানিয়েছিল। ধৃত যুবক জানায়, ইব্রাহিম খান নামে ওই ব্যক্তি তাকে জানিয়েছিল, সে মোটর সাইকেলে পানাগড় আসবে। সেইমতো বোমা ভর্তি বাক্স নিয়ে সরফরাজ বাসে পানাগড় আসছিল। গোপন সূত্রে এই খবর পানাগড় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ পাওয়ার পরই গলসি থানার পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় তিনঘন্টার মধ্যেই বোমা ভর্তি বাক্স সহ দুষ্কৃতিকে আটক করে রীতিমত বড়সড় নাশকতার ছক বানচাল করে। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। অন্যদিকে, তাজা বোমাগুলিকে এদিনই সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডের তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানিয়েছেন, কলকাতার বাসিন্দা এক যুবককে বোমা সহ গ্রেফতার করা হয়েছে সরকারি বাস থেকে। তাকে এদিন বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।

Like Us On Facebook