দুর্গাপুর পুরসভার উদ্যোগে সিটি সেন্টারের সমস্ত পার্কগুলিকে সংস্কারের কাজ শুরু হয়েছে। তারমধ্যে অম্বুজা নগরীর ঐতিহাসিক পুরাকীর্তি প্রাচীন সুড়ঙ্গটিকে ঘিরে একটি চিলড্রেনস পার্ক তৈরির কাজ চলছে। জানা গেছে চিলড্রেনস পার্ক তৈরি সম্পূর্ণ হলেই তার উদ্ধোধন করে সেটিকে এলাকার কচিকাঁচাদের জন্য খুলে দেওয়া হবে। পার্কটিতে কচিকাঁচাদের সঙ্গে সঙ্গে বড়রাও যাতে অবসর সময় কাটাতে পারেন সেভাবেই পার্কটিকে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০০৭ সালে দুর্গাপুরে সিটি সেন্টারের অম্বুজা নগরীতে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছ থেকে লটারির মাধ্যমে এক ব্যক্তি জমি পেয়ে বাড়ি নির্মাণ করতে গিয়ে জমিতে একটি সুড়ঙ্গের সন্ধান পান। এরপরই ওই ব্যক্তির কাছ থেকে দুর্গাপুরের বাম পরিচালিত তৎকালীন পুরবোর্ড জমিতে থাকা পুরাকীর্তি রক্ষণাবেক্ষণের জন্য অধিগ্রহণ করে নেয়। রাজ্য পুরাতত্ত্ব বিভাগ জানায়, সুড়ঙ্গটি মধ্যযুগের। রোমান শৈলীর ছোঁয়া থাকা এমন স্থাপত্য রাজ্যে বিরল। তৎকালীন বাম বোর্ড দুর্গাপুর নগর নিগমের হেরিটেজ কনজারভেশন কমিটিকে এই প্রত্ননিদর্শন রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেয়। এরপর ওই কমিটির তত্বাবধানে দুর্গাপুর নগর নিগম অম্বুজা নগরীর ওই ঐতিহাসিক পুরাকীর্তিটিকে সংস্কার করে জনসাধারণকে দেখার সুযোগ করে দিতে খুলে দেয় ২০০৯ সালের ১৫ আগষ্ট।
পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের অভাবে সুড়ঙ্গ পথ জঙ্গলে পরিণত হয়। ফলে একদিকে অসামাজিক কাজকর্ম অন্যদিকে সুড়ঙ্গ পথে সাপের আড্ডায় অতিষ্ঠ হয়ে ওঠেন অম্বুজা নগরীর বাসিন্দারা। সুড়ঙ্গ পথটি সংস্কারের অভাবে যে নষ্ট হতে চলেছে সেখবর বার বার সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসে দুর্গাপুর পুরসভা। সম্প্রতি দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি উদ্যোগী হতেই অম্বুজার প্রাচীন সুড়ঙ্গ পথটি সংস্কারের কাজ শুরু হয়েছে। সুড়ঙ্গ পথের উপরের জমিতে স্থানীয় মানুষের জন্য একটি সুসজ্জিত পার্ক তৈরির কাজ চলছে। দুর্গাপুর পুরসভা সূত্রে জানা গেছে, পার্কের কাজ সম্পূর্ণ হলেই সাধারণের জন্য তা খুলে দেওয়া হবে।